স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চার দিনের ভ্রাম্যমান বই মেলা ও সাংস্কৃতিক উৎসব। বুধবার(১৩ আগষ্ট) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবের উদ্বোধন করেন ষৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, উপাধ্যক্ষ (স্কুল) আহমেদ আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান, চারদিন ব্যাপী বই মেলার স্টলে ১৫০টি প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে। ওই বই মেলায় দেশি-বিদেশী লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্য রচনা, কবিতা, ভ্রমনকাহিনী, নাটক, প্রবন্ধ, শিশুতোষ, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রস্থ, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখা বইসহ নানা ধরনের বই পাওয়া যাবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, ১৩ আগস্ট থেকে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্টল উন্মুক্ত থাকবে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে শতকরা ত্রিশ ভাগ ও বাংলাদেশী অন্যান্য প্রকাশনীর বইয়ের শতকরা ২৫ ভাগ কমিশনে কেনার সুযোগ রয়েছে। এছাড়াও শুধুমাত্র বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্যরা নির্ধারিত কমিশনের ওপর আরো অতিরিক্ত পাঁচ ভাগ ছাড়ে বই কেনার সুযোগ পাবেন।
এছাড়া ১৫ আগস্ট বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে রয়েছে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। ১৬ আগস্ট গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহনের সুযোগ রয়েছে।