স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে পরিবেশ আইন লঙ্ঘন করায় পাঁচ ইটভাটাকে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের জেষ্ঠ কেমিস্ট মো. হাসান-ই মোবারক, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কমল কুমার বর্মন।
নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, ইটভাটায় অনুমোদনহীন মাটি ব্যবহার, মাটির ব্যবহার কমানোর জন্য ফাঁপা ইট তৈরীর নির্দেশনা অমান্য ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা তৈরীর দায়ে সৈয়দপুর উপজেলার কামারপুকুরের মেসার্স এম এ বি ব্রিকসের মালিক আব্দুস সামাদের চার লাখ ৫০ হাজার, একই এলাকার মেসার্স এম জেড এইচ ব্রিকসের মালিক মিজানুর রহমান মিজুর পাঁচ লাখ টাকা, আইস ঢাল এলাকার মেসার্স এ এন বি-২ ব্রিকসের মালিক আনোয়ার হোসেনের ৮০ হাজার টাকা, দলুয়া এলাকার মেসার্স এ এস বি ব্রিকসের মালিক মোফাজ্জল হোসেনের ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স বি পি এল ব্রিকস-২ এর মালিক সুরেশ সিংহানিয়ার ৬০ হাজার টাকা জরিমানা হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পরিচালিত হয় অভিযান। পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতা করে অভিযানে।