আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুরের এক কলেজের ১৬ শিক্ষার্থী বুয়েটে!

শুক্রবার, ১ জুলাই ২০২২, বিকাল ০৭:১৭

Advertisement Advertisement

নীলফামারী:  এ বছর মেধা তালিকায় ৫ম স্থানসহ নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে (৩০ জুন) ২০২১-২২ শিক্ষাবর্ষের  প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর দেখা গেছে, ওই প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।

তিনি বলেন, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে এই কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখে। গত বছর প্রতিষ্ঠান থেকে ৩৯ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার ১৬ শিক্ষার্থী বুয়েটে সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের এই অর্জনে আমরা গর্বিত।

মন্তব্য করুন


Link copied