আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

স্ব-প্রণোদিত ভাবে তথ্য প্রকাশ করলেই দুর্নীতি কমবে - তথ্য মেলায় কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:৪১

Advertisement Advertisement

কুড়িগ্রাম:  "তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো" এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে দু'দিন ব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুড়িগ্রামের যৌথ উদ্যাগে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে মেলার আয়োজন করা হয়। তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তৃতায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, "সরকারের সকল প্রতিষ্ঠান স্ব- প্রণোদিত ভাবে সব ধরনের তথ্য প্রকাশ করলে দূর্নীতি কমবে । মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবে। আর এর ফলে সমাজ থেকে দূর হবে সব ধরনের বৈষম্য। তিনি মেলায় অংশগ্রহনকারী ৩১ টি প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ এবং প্রচারের জন্য আহ্বান জানান। "


কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু'র সভাপতিত্বে আলাচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন  ডা.মো: মঞ্জুর-এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা: শহিদুল্লাহ লিংকন  ও শিক্ষা অফিসার আহসান হাবীব।


বক্তাগণ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণের সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।


এরপর পাসপোর্ট, বিআরটিএ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, ভুমি অফিস ও প্রাথমিক শিক্ষা সহ ৫ টি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানগন তাদের সেবা সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সমাধান দেন তাৎক্ষণিক ভাবে।


মেলায় সরকারি-বেসরকারি ৩১ টি দপ্তর সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ প্রদান করেন। সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। এছাড়া তথ্যমেলায় তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযাগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্য করুন


Link copied