নিউজ ডেস্ক: স্বর্ণার আক্তারের দ্রুততম ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রানের রেকর্ড। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ প্রোটিয়া নারী দলের বিপক্ষে ৬ উইকেটে ২২৬ রান করেছে বাংলাদেশ।
যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে মাত্র ৩৫ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা।
৭৭ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন শারমিন আক্তার। ৭৬ বলে ৩০ রান করেন ফারজানা হক। ৫২ বলে ২৫ রান করেন রুবাইয়া হায়দার।
সোমবার ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। ইনিংসের শুরুতে উইকেট ধরে রেখে ব্যাটিং করেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। তারা ওপেনিংয়ে ১৬.১ ওভারে ৫৩ রানের জুটি গড়েন।
আজকের আগে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ষষ্ঠ পজিশনে বাংলাদেশ।