নিউজ ডেস্ক: অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলে মা-বাবাকে হত্যার পর শোবার ঘরের খাটের নিচে পুঁতে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ছেলে রাজুকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ আলী (৬৫) ও বানুয়ার বেগম (৫৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, অনলাইন জুয়ায় আসক্ত ছেলে রাজু বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা কে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে পুঁতে রাখে। রাতের বেলায় বাবা মোহাম্মদ আলীকে হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়। ঘাতক সন্তানের হাতে মা-বাবা হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের মেয়ে জরিমানা খাতুন বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পেয়ে ছোট ভাইকে ফোন করে জিজ্ঞেস করি আব্বা-আম্মা কোথায়। তিনি বলেন বাড়িতেই আছে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দিতে অস্বীকার করেন। তখন সন্দেহ হলে বাড়িতে এসে দেখি বাবা-মা ঘরে নাই।
তিনি বলেন, বাড়িতে এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহ বাড়ে। এ সময় খাটের ওপরে থাকা সবকিছু ভিজা কেন জানতে চাইলে বলে পানি পড়েছে বিছানায়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচে থাকা বালু সরালে মা-বাবার হাত দেখা যায়।
এ সময় জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।