স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে নীলফামারীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, নীলফামারী জেলায় তিন লাখ ৭হাজার ৪৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৩৯২জন এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৬৫৩জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ৬ থেকে ১১মাস বয়সী শিশু ১৩০জন ও ১২ থেকে ৫৯মাস বয়সী ৩৫৪জন শিশু। অপরদিকে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ আতিক ও স্বাস্থ্য প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।