আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বেড়েছে রুপার দামও

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বেড়েছে রুপার দামও

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

২১ দফা দাবীতে রেলগেট অবরোধ করে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রবিবার, ২২ জুন ২০২৫, দুপুর ০২:৩৮

Advertisement

মমিনুল ইসলাম রিপন: দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা রংপুর নগরীর লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্রযানজটের সৃষ্টি হয়। 

রোববার (২২ জুন) সকাল ৯ টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন অধ্যক্ষকে। পরে তাঁরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর উল্লেখ করেও কোন সমাধান হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করেননি। 

আন্দোলনরত শিক্ষার্থী আল ইমরান বলেন, ‘আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি পূরণ না হলে এর থেকেও কর্মসূচি দেওয়া হবে। কেননা এটা আমাদের প্রাপ্য অধিকার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজের অধ্যক্ষসহ অন্য কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উল্লেখিত দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। 

এদিকে শিক্ষার্থীরা লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনের গতিবিধি নজরে রেখে অবস্থান করছেন সেখানে। এসময় শিক্ষার্থীদের সাথে কয়েকদফা কথাও বলেন তারা।

মন্তব্য করুন


Link copied