আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

২২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নীলফামারীর ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রবিবার, ২১ এপ্রিল ২০২৪, বিকাল ০৬:৩০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ২২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। রবিবার(২১ এপ্রিল) পৃথক অনুষ্ঠানে এসব নির্মান কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বেলা ১১টার দিকে নীলফামারী সরকারি মহিলা কলেজের আট কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয়, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অসম্পূর্ণ শিক্ষা দিয়ে সম্পূর্ণ মানুষ হওয়া যাবে না। যুক্তিবাদী মানুষ হতে হবে, কোন কিছু করার আগে চিন্তা করতে হবে। খেলা ধুলা, সংষ্কৃতি চর্চা করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি বাহিরের বই পড়তে হবে। ডিজিটাল বাংলাদেশের কারণে আমরা এখন একটা গ্রামের, একটা শহরের বা একটা দেশের মানুষ না, আমরা এখন বিশ^ মানব। একজন বিশ্ব মানব হিসেবে আমাদের সে ভাবে বেড়ে উঠতে হবে। 
তিনি বলেন, হাতের মুঠোয় পুরো বিশ্ব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সুফল উপভোগ করছে দেশের মানুষ। ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই এখন লাখ লাখ টাকা উপার্জন করছেন যুবকেরা। এটাই ডিজিটাল বাংলাদেশ, এটাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। তিনি আরো বলেন, আওয়ামীলীগ টানা ক্ষমতায় রয়েছে বলে দেশে এত উন্নয়ন দৃশ্যমান হয়ে উঠেছে। উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করছে। তাই দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম চালাচ্ছে। 
কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন পুলিশ সুপার গোলাম সবুর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম প্রমুখ।
পরে তিনি আট কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছয় কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মান কাজের উদ্বোধন করেন ।
নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম জানান, মোট ২২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে জেলা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ভবন ছয় তলা বিশিষ্ঠ। এর মধ্যে সরকারি মহিলা কলেজে শ্রেণি কক্ষ হবে ২১টি, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪টি এবং নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৮টি শ্রেণি কক্ষ হবে।

মন্তব্য করুন


Link copied