মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর মহানগরী থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৩। রবিবার দুপুরে র্যাব ১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি ওমর ফারুক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
র্যাব জানায়, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকার ২১ নং ওয়ার্ডের কামারপাড়া পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ তন্ময় আহমেদ সোহান (১৮)কে গ্রেফতার করে। গ্রেফতার তন্ময়গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার উত্তরকৃষ্ণপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷