আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

তিস্তাপাড়ে হাহাকার

‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, রাত ১০:৫০

Advertisement

নিউজ ডেস্ক: হঠাৎ হু হু করে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। উজান থেকে রেকর্ড পরিমাণ পানি নেমে তলিয়ে যায় তিস্তার আশপাশের এলাকা। পরে সেই পানি নামতে ধীরে ধীরে নামতে শুরু করলেও এরই মধ্যে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। ভেসে গেছে ক্ষেত-খামার। এরই মধ্যে গঙ্গাচড়া উপজেলার ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে সুপেয় পানির হাহাকার, খাবারের অভাব।

স্থানীয়রা জানান, সোমবার থেকে ধীরগতিতে পানি নামতে শুরু করলেও পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার প্রায় তিন হাজার পরিবার। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির তোড়ে ভেঙে যাচ্ছে তিস্তা সেতু রক্ষা বাঁধসহ রাস্তাঘাট। বন্যাদুর্গতের শুকনা খাবার বিতরণসহ বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের সিকিমসহ বিভিন্ন প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে রোববার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যার পর ভারত থেকে রেকর্ড পরিমাণ পানি ধেয়ে আসে তিস্তায়। রাত ১০টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যা এ বছর তিস্তায় সর্বোচ্চ পানির উচ্চতা হিসেবে রেকর্ড করে পাউবো।

এতে গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লহ্মীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়ন, কাউনিয়া উপজেলার বালাপাড়া,পাঞ্জর ভাঙ্গা, টেপামধুপুর ইউনিয়নের চরগনাই,বিশ্বনাথ, আজমখাঁ, এবং পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল, চর, দ্বীপচরের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া এসব এলাকার আগাম আমন ধান,মরিচের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হাঁস-মুরগি, গরু-ছাগলসহ গবাদী পশু-পাখি নিয়ে বিপাকে পড়েছেন চরের মানুষ। এদিকে গত আগস্ট মাস থেকে গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙ্গন শুরু হয়। রোববার থেকে পানির তীব্র স্রোতে কারণে সেই বাঁধের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার দুপুর থেকে কমতে থাকে তিস্তার পানি। বিকেল ৩টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের দুলালী বেগম বলেন, ‘আইতো হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল। বাড়ির ছাওয়া, গরু-ছাগল নিয়া হামরা বান্দোত (নদীর তীররক্ষা বাঁধ) আশ্রয় নিছি। দিনোত আসি দেকি বাড়ির উঠানোত এক হাঁটু পানি উঠছে। এ্যালা কেমন করি খাওয়া-দাওয়া করমো, কোটে থাকমো সেই চিন্তা বাহে।’

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের রেশমা খাতুন বলেন, ‘তিস্তার পানিত পুকুরের মাছ, আমনের ক্ষ্যাত ভাসি গেইছে। এ্যালা হামরা সারাবছর কেমন করি চলমো। সরকার যদি কিছু সহযোগিতা না করলে হামার ম্যালা দুঃখ আছে।’

লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পশ্চিম ইচলী, পূর্ব ইচলী, শংকরদহ, চর চল্লিশসালসহ আমার ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যাদের বাড়ি নদীর পাশে ছিল তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। পানি যদি আরও বাড়ে তাহলে উদ্ধারের জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যাদুর্গতদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। 

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, গঙ্গাচড়া উপজেলায় ৬টি ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত। তিস্তার পানিতে ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের উদ্ধার, নিরাপদ স্থানে নিতে ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে। এছাড়া বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে পানিবন্দী মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। 

রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তার পানি দ্রুত সরে যাচ্ছে। এর ফলে গঙ্গাচড়ায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে এবং ভাটি এলাকা কাউনিয়ার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের প্রদেশ গুলোতে মাঝারী থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ তথ্য সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied