আর্কাইভ  বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫ ● ১৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বাড়ছে চাপ

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বাড়ছে চাপ

শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, হত্যার ঘটনায় আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী

রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি
শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, হত্যার ঘটনায় আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী

ডিবি হারুনকে ‘জিন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য
ডিবি হারুনকে ‘জিন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন, সেই ডিসি সুলতানা কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন, সেই ডিসি সুলতানা কারাগারে

‘ক্ষমতায় থাকা নয়, দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়’

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৪৩

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, “আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়, আর জনগণের সেই রায়কেই আমরা শ্রদ্ধা করি। ক্ষমতায় থাকা নয়, দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রবাস থেকেও যারা ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের স্বার্থে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এবং সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক এস. এম. নিপু, কাজী সালাহ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল আজিজ মোল্লা। এছাড়া বক্তব্য রাখেন হাবিবুর রহমান শিশির, আমিনুল ইসলাম রতন, জসিম উদ্দিন, আব্দুর রহিম, রমজান আলী ও সুমন চৌধুরী। উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, ইসমাইল মজুমদার, মনির হোসেন, বাবুল, মো. মানিক, রানা সুমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়ার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত সব শহীদ এবং বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে জীবন উৎসর্গকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন


Link copied