আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা নূর

বুধবার, ২৬ মার্চ ২০২৫, বিকাল ০৫:৫৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  রায়হান রাফীর পরিচালনায় ঈদুল আযহার সিনেমা ‘তাণ্ডব’ এর শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। 

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। 

তবে এনটিভি অনলাইনের কাছে খবর, ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ। 

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এনটিভি অনলাইন আরও জেনেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। 

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।

মন্তব্য করুন


Link copied