আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

‘বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়; উগ্রসাম্প্রদায়িক মোদি বিরোধী’-সারজিস আলম

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৮

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন,‘বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্রসাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্রসাম্প্রদায়িক মোদি বিরোধী। যে উগ্রসাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এই ভারতের ক্ষতায় এসেছে’।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন,‘আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তি সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের স্বার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করে আমরা তাদেরকে জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করবো’।
১৬ বছরে বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস উল্লেখ করে বলে,‘বিজয় দিবসে শুধুমাত্র দুইটি গান বাজতো, আপনারা সবাই সেই গান জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র এটা কোনদিন কোন দলের হতে পারে না, এটা কোন ব্যক্তির হতে পারে না, এটা কোন দিন একটি পরিবারের হতে পারে না। যারা এর বিপক্ষে ১৬ বছরে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি নিজের দলের কেউ যদি সাহস নিয়ে কথা বলার চেষ্টা করেছে তাদেরকেও দেশ থেকে বিতারিত করা হয়েছে’।
শেখ হাসিনার সময়ে গুম খুনের কথায় তিনি বলেন,‘গত ১৫ ডিসেম্বর গুম কমিশনের (গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন) একটা রিপোর্ট এসেছে। রির্পোটে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দেখা গেছে যারা খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। হলো হত্যার পর নির্জন স্থানে নিয়ে রেললাইনের ওপরে দিয়ে দেহ ছিন্নভিন্ন করে দিয়ে অপমৃত্যু বলে প্রচার করা হয়েছে’। এমন অসংখ্য নির্যাতনের ঘটনা ওই রিপোর্টে উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম প্রমুখ। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সৈয়দপুরের শহিদ সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর মো. শরফুদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied