আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

“ তুফান “ গতিতে ঢাকাকে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ

মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫, বিকাল ০৫:৪১

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক:  ফিরতি ম্যাচে ঢাকা ক্যাপিট্যালসের বিপক্ষে আবারো জয়ের মুখ দেখল রংপুর রাইডার্স। উত্তরবঙ্গের দলটি ৭ উইকেটের সহজ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানকে আরো শক্তিশালী করেছে। টানা পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে আসরে এখনো অপরাজিত নুরুল হাসান সোহানের দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১৬.৩ ওভারে ১১১ রানেই হয়ে যায় অল আউট। জবাবে রংপুর ৪০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর। ঢাকা চার খেলার সবকটিতে হেরে সবার তলানিতে রয়েছে। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে খুলনা টাইগার্স। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্ট ৪ হলেও রান রেটের হিসাবে তৃতীয় স্থানে আছে। 

সহজ লক্ষ্য তাড়ায় রংপুর দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায়। মুস্তাফিজুর রহমানের বলে লফটেড ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৪ বলে ৫ রান করা তানজিদ হাসান তামিম।

দলীয় ৬১ রানের মাথায় ফিরে যান অ্যালেক্স হেলস। তিনি মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন। দৌড়ে এসে বলটি ডিপে লুফে নেন সাব্বির রহমান। ২৭ বলে চারটি ৪ ও ৩ ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফেরেন হেলস।

সাইফ হাসানকেও বেশিক্ষণ টেকেননি। আলাউদ্দিন বাবুর লেন্থ ডেলিভারিতে ডিপে ক্যাচ দিয়ে ১৫ বলে ১৩ রান করেন। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় রংপুর। চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলটিকে জয়ের বন্দরে নেন ৯ রান করা ইফতিখার আহমেদ ও ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলা খুশদিল শাহ।  

এর আগে ব্যাটিংয়ে নামা ঢাকার শুরুটা খারাপ ছিল না। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৫৪ রান তোলে। 

ওপেনার হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করে আউট হন। নিচু হওয়া লেংথ ডেলিভারিতে তাকে বোল্ড করেন আকিফ জাভেদ। ২৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। 

শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স হেলস। ইংলিশ ওপেনার ১২ বলে ১৮ রান করেন। ইফতিখার আহমেদের বলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস বোল্ড হন তানজিদ হাসান তামিম, করেন ১৬ বলে ২০ রান। 

অনুশীলনে না থাকায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি হিসেবে আগের তিন ম্যাচে একাদশে ছিলেন না সাব্বির রহমান। এবার সুযোগ পেয়ে ২ রানের বেশি করতে পারেননি। খুশদিল শাহের মারতে গিয়ে ডিপে কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ তুলে দিয়েছেন এই ব্যাটার। শর্ট মিড উইকেটে ইফতিখারকে ক্যাচ দিয়ে বিদায় নেন রানের খাতা না খোলা অধিনায়ক থিসারা পেরেরা। 

দশম ওভারের শেষ বলে লিটন দাসের উইকেটও হারায় ঢাকা। নাহিদ রানার বলে পুল করতে চেয়েছিলেন লিটন, যদিও ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে কয়েক পা এগিয়ে সহজ ক্যাচ লুফে নেন আজিজুল হাকিম তামিম। ফেরার আগে লিটন করেন ১৩ বলে ৯ রান।

মোসাদ্দেক হোসেন সৈকত পেসার কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফেরার আগে ৯ বলে ১২  রান করেন। ৯৮ রানে অষ্টম উইকেট হারায় ঢাকা। পরে আমির হামজা ও আলাউদ্দিন বাবু আউট হলে থেমে যায় ঢাকার ইনিংস। রংপুরের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট পান নাহিদ রানা। 

মন্তব্য করুন


Link copied