আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পল্লীশ্রীর মধ্যে সমঝোতা চুক্তি

শুক্রবার, ৪ আগস্ট ২০১৭, দুপুর ০২:৫০

 সংবাদ বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (০৩ আগস্ট, ২০১৭) বেলা সাড়ে ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং পল্লীশ্রী, দিনাজপুর-এর পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সেলিম রেজা চুক্তিতে সই করেন। বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও যোগদানের পর এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিতীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে গত ৮ জুলাই ২০১৭ তারিখে কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জনাব ফেরদৌস রহমান, বিভাগীয় প্রধানগণ, অক্সফাম জিবি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাপস রঞ্জন চক্রবর্তী, পল্লীশ্রী ডিমলা ইউনিটের প্রকল্প সমন্বয়ক পুরান চন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান। চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি ও গবেষক আদান-প্রদান করবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে অক্সফাম জিবির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর নারীদের উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর। আজ অনুষ্ঠিত চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এই উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত হলো।

মন্তব্য করুন


 

Link copied