আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

সোমবার, ৫ মে ২০২৫, রাত ০৯:৩৩

Advertisement

 বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

‎গতকাল রোববার (৫ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নেতৃত্বে বীরগঞ্জের বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক (ঢাকা-পঞ্চগড়) মহাসড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, জেমিয়ন রায়, জেলা কমিটির সদস্য মিম আক্তার, দিনাজপুর মহিলা কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান মীরা, বীরগঞ্জের ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও প্রচেষ্ঠা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন, ফাহমিদ হোসাইন ফাহমিদ, হুমায়ূন আহমেদ ইফতি, মেহের খান, মোঃ রিপন আলী, তোজাম্মেল হক, নুরুলসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। 

তাঁরা মিছিলটিতে স্লোগান দেন ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'হাসনাতের উপর হামলা কেন, প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই’ ইত্যাদি।

‎এ সময় বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, এভাবে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’ পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’

‎উল্লেখ্য গাজীপুরে রোববার সন্ধ্যায় (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় আব্দুল্লাহ হাসনাতের গাড়িতে হামলা হয়। হামলায় তার গাড়ির একটি কাচ ভেঙে যায়, এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

মন্তব্য করুন


Link copied