আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ভুট্রা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: মহিলা নিহত ও আহত-২০

সোমবার, ৫ মে ২০২৫, রাত ০৯:৩২

Advertisement

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর-দশমাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ভুট্রা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত ও আহত হয়েছে আরো ২০  জন। আহতদের মধ্যে ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক। আজ সোমবার (৫  মে) রাত  ৮ টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের জামতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  ঘটনা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার উপ পরিদর্শক মো.রেজাউল করিম। 
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন জানান, দিনাজপুর থেকে রংপুর গামী নুরানী ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস দশমাইল থেকে ছেড়ে আসা ভুট্রা বোঝাই ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 
 
ঘটনাস্থল থেকে স্থানী লোকজন হতাহতদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। আহত হয় কমপক্ষে  ২০ জন যাত্রী।এর মধ্যে ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক। বাসে অধিকাংশই ছিলো হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী। এরিপোর্ট লেখা পর্যস্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন


Link copied