নিজস্ব প্রতিবেদক : পাঁচ আগস্টের পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে রয়েছে জাতীয় পার্টিও। দেশের বিভিন্ন স্থানে হামলা-মামলার ঘটনাও ঘটছে। এরই মধ্যে দলকে সুসংগঠিত করতে জেলা ও উপজেলা কমিটিগুলো নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি। সেই ধারাবাহিকতায় রংপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে দলটি।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসীরকে সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত আসিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ১৮৫ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।