আর্কাইভ  মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫ ● ২১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

শেষ পর্যন্ত শাকিবের সঙ্গে কি বুবলীই থাকছেন?

সোমবার, ৪ আগস্ট ২০২৫, রাত ১০:০১

Advertisement

নিউজ ডেস্ক: শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল বুবলী সেখানে যাচ্ছেন। ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন, সে তথ্য উভয়ই গোপন রাখেন। তবে গোপনীয়তা ভেদ করে জানা গেল বুবলী নিউইয়র্কে চলে গেছেন।

সেখানে শাকিবের সঙ্গে ছেলেকে পার্কে ঘুরছেন বুবলী। কালের কণ্ঠের হাতে বেশ কিছু ছবি এসেছে। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদের পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেল্ট আইল্যান্ড বেছে নেন।

কালের কণ্ঠে এমন সংবাদ প্রকাশ হবার পর চিত্রনায়িকা বুবলী তাঁর ফেসবুক হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন।

যেখানে দুজনকে খুব কাছাকাছি দেখা যায়, হাত ধরে হাঁটছেন। শাকিব বুবলীকে ধরে রয়েছেন। বুবলীর পোস্ট থেকে স্পষ্ট হচ্ছে শাকিবের কাছাকাছি রয়েছেন তিনি। আদতে তা কতটা সত্য? এদিকে বুবলীর এই ছবি শেয়ার করার পর নেটিজেনরা জানতে চাইছেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া। 

এই ছবি পোস্ট কিংবা সংবাদ প্রকাশের পর বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে।

কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের। তবে সূত্র বলছে,  বুবলী ও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে। দুজন শাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন, শাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এমনন কোনো সম্ভাবনাই নেই।

সূত্রটি বলছে শাকিব খান ছেলে আব্রাম খান জয়কে যেমন সময় দেন, তেমনি শেহজাদ খান বীরকেও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রে জয়কে নিয়ে ঘুরে বেরিয়েছেন, এখন শেহজাদকে নিয়েও ঘুরে বেড়াচ্ছেন। 

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব। সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে। এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা।

শুধুই ছেলের জন্য এই সফর? তাহলে বুবলী ও শাকিবকে যে ঘনিষ্ঠভাবে দেখা গেল? নেটিজেনদের সেই প্রশ্নের জবাবে সূত্রটি বলছে, শাকিব বুবলীর এক হবার কোনো সম্ভাবনাই নেই। শাকিব দুজনের কারো সঙ্গেই স্থায়ী হবেন না। এমন বারবারই অপু ও বুবলীর সঙ্গে তাকে দেখা যাবে শুধুই সন্তানদের জন্য। 

মন্তব্য করুন


Link copied