আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

লালমনিরহাট জেলা জাপা আহ্বায়কের মৃত্যু; বাণিজ্যমন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রীর শোক

বৃহস্পতিবার, ৩০ মে ২০১৩, সকাল ০৯:২৬

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন ( ইন্না.... রাজেউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় আহছানিয়া মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। জাপার এ নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার জানান, মাহবুবার রহমান দীর্ঘদিন থেকে লিভার ও কিডনি সমস্যা এবং নিউমোনিয়া রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার লাশ প্রথমে তার নিজ বাড়ি লালমনিরহাট শহরের কলেজ বাজারে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ পাবিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মাহবুবার রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রায় ১ যুগ ধরে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্বপালন করেন। তিনি জেলা জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এ মৃত্যুতে আইনজীবীদের মাঝে ও জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাপার এ নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট ২ আসনের সাংসদ মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতা ও কর্মীরা।

মন্তব্য করুন


 

Link copied