আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

লালমনিরহাটে বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রবিবার, ২ জুন ২০১৩, রাত ১১:৪০

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কলেজছাত্রী পারভীনা বেগমকে গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী জেলার তত্কালীন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গত ২৮ মে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার এ আদেশ দেন। মো. সাইফুর রহমান বর্তমানে ঝিনাইদহ জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত। আজ রোববার এ-সংক্রান্ত আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ এবং ঝিনাইদহের পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ৫ জুন এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। লালমনিরহাটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সফুরা বেগম রুমি বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি, ২০ মার্চ, ৯ এপ্রিল, ৬ ও ২৮ মে লালমনিরহাট আদালতে হাজির হওয়ার জন্য সাইফুর রহমানের বর্তমান কর্মস্থলের ঠিকানায় সমন পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে এক দিনও হাজির না হওয়ায় গত ২৮ মে তাঁর বিরুদ্ধে লালমনিরহাট আদালত থেকে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা গেছে, ২০০৮ সালের ১৩ জানুয়ারি পারভীনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হালিম বাদশা মো. সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার চূড়ান্ত ও সর্বশেষ সাক্ষী হিসেবে বর্তমানে আদালতে তাঁর (সাইফুর রহমানের) সাক্ষ্য দেওয়া জরুরি। কিন্তু তাঁকে বেশ কয়েকবার হাজির হওয়ার সমন দেওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় গত ২৮ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মন্তব্য করুন


 

Link copied