আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

নীলফামারী কিশোর-কিশোরীদের নির্ভীক জেলা ঘোষণা করলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন

শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ০৩:০৫

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ‘সোনার বাংলাদেশ’ গড়তে নীলফামারীকে কিশোর-কিশোরীদের নির্ভীক জেলা ঘোষণা করা হয়েছে। আজ শনিবার(৬ ফেব্রুয়ারী/২০২১) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুরে কিশোর-কিশোরীদের এক উদ্বুদ্ধকরণ সভায় ওই ঘোষণা দেওয়া হয়। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউ-েশন ও নির্ভিক টিভি ডট কম দিনব্যাপী সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলার ছয় উপজেলায় সংগঠনটির কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হওয়ায় নীলফামারী জেলাকে নির্ভিক জেলা হিসেবে ঘোষণা করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া। এসময় সংগঠনের সদস্যরা ফারজানা রশিদ ব্রাউনিয়াকে স্বর্ণ মায়ের ক্রেস্ট প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাজাহারুল হক প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের প্রত্যেক উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতাকে মেডেল পড়িয়ে অভিনন্দন জানানো হয়। পাশপাশি ১৫ জন কিশোর-কিশোরীকে নির্ভিক হিসেবে ঘোষণা করা হয়। শেষে সেখানে কিশোর-কিশোরী কাবের নেতাদের অংশগ্রহনে ইউনিসেফের সহযোগিতায় কৈশরকালীন পুষ্টি উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা সভা হয়। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান ইবনে সাঈদ অঙ্কুর জানান, জেলার ছয় উপজেলার ৬০টি স্বর্ণ কিশোর-কিশোরী কাব গঠন করার লক্ষমাত্রা পূরণ হওয়ায় নীলফামারী জেলাকে স্বর্ণ কিশোর-কিশোরীদের নির্ভিক জেলা হিসেবে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে এসব কিশোর-কিশোরী বয়ঃসন্ধিকালীণ স্বাস্থ্য সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, সঠিক পুষ্ঠি নিশ্চিতকরণসহ মোট ছয়টি সূচক বাস্তবায়নে কাজ করছে।

মন্তব্য করুন


 

Link copied