আর্কাইভ  বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ● ১৯ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরসহ তিন বিভাগে ৪৮ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা       দিনাজপুরে হিট স্ট্রোকে নারীর মৃত্যু       রংপুরে তরমুজ-পানি, স্যালাইন-শবরত নিয়ে শ্রমিকদের পাশে জেলা যুবলীগ       রংপুরে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার       আ.লীগ নেতাকে গুলি করে হত্যা      

 width=
 

নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন-কন সেনট্রেটর উদ্বোধন

মঙ্গলবার, ২৯ জুন ২০২১, বিকাল ০৫:৩১

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার(২৯ জুন/২০২১) সকালে অনলাইন প্লাটফরম জুম মিটিং এর মাধ্যমে সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন। সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ফিতা কেটে ওই সেণ্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করেন। নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন-কন সেনট্রেটর বরাদ্দের মাধ্যমে স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে অক্সিজেনের অভাবে করোনা রোগীদের কষ্টের বিষয়টা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি। অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুবরণও করেছে। আজকে আমরা সেই অক্সিজেন পেয়েছি। নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের মাধ্যমে আমরা এই সময়ে বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হলাম। করোনাকালীন সময়ে একটি আস্থার জায়গা তৈরী হলো। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। তাই আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। যারা বাহিরে ঘুরাঘুরি করছে তাদের শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে আরো গুরুত্ব প্রদক্ষেপ নেয়ার আহবান জানান। জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট(তত্বাবধায়ক) ডাঃ মেজবাহুল হাসান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিএমএ’র সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, স্বাচিব’এর সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন প্রমুখ। উপস্থিত অন্যান্য বক্তরা বলেন এই কার্যক্রম নীলফামারী জেলাবাসীর জন্য মাইলফলক স্থাপন করলো। জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট বলেন, জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ওয়ার্ডের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধনের মাধ্যমে চালু করা হলো। ৫ হাজার ৬৪৪ লিটার ধারণ মতা স¤পন্ন সর্বমোট ৬৫০ সিলিন্ডার দিয়ে ২০০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সাধারণভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে। এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব। তবে ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেন্ট্রেটর নীলফামারী কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি। সাধারণভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে। এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব। ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেন্ট্রেটর কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্ধোধন অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ২৫ লাখ টাকায় আরও ২৫টি হাই ফো ন্যাজাল ক্যানোলা সরবরাহের ঘোষনা দেন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হাসপাতালে অক্সিজেন ইউনিট চালু করণের কাজ শুরু হয়। ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নীলফামারী জেনারেল হাসাপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর স্থাপন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied