নিউজ ডেস্ক: পঞ্চাশোর্ধ্ব বয়সী লাইলী বেগম। গায়ে গতরে তিনি একজন শ্রমিক। বয়সের ভার আর রোগে-শোকেও থেমে থাকে না তার দু’হাত। কখনো ইটভাঙার কাজ নয়তো কখনো নির্মাণ শ্রমিকের সহযোগী। টানাপোড়েনের সংসারে হাল ধরা পরিশ্রমী এই নারী বাড়তি আয়ের জন্য পরিচ্ছন্নতাকর্মীর কাজও করেন। এভাবে চার দশকেরও বেশি সময় ধরে...