মমিনুল ইসলাম রিপন রংপুর॥ বিএনপির দু:সময়ে যারা পাশে ছিলেন না, দূরে ছিলেন, তাদের সদস্য করে নেওয়া হলেও তাদের নেতৃত্বে আনা যাবে না। কেননা বিএনপির হয়ে যারা নেতৃত্বে আসবে, যারা প্রতিকৃল অবস্থায় বিএনপি ছেড়ে যায়নি, আন্দোলনে ছিলেন এবং বিএনপিতেই ছিলেন। এখন সময় এসেছে বিএনপির হিসেব নিকেসের বলে মন্তব্য করেছেন বি...