আর্কাইভ  বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪ ● ২৩ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪
 
 width=
 


 

 

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পকে মোদির অভিনন্দন

ট্রাম্পকে মোদির অভিনন্দন

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

 
 width=
 
শিরোনাম: অনলাইনে জুয়ার ফাঁদ বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে       নতুন ইসি গঠনে ৫ জনের নাম দিলো বিএনপি       ঢাবির হলগেটে ছাত্রদলের পোস্টার, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ       সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ       রাষ্ট্রপতিকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে : সারজিস      

 

অবশেষে বেরোবিতে ভর্তি হয়েছেন কবজি দিয়ে লেখা সেই মিনারা

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, বিকাল ০৭:৪৬

নিউজ ডেস্ক :  হাতের কবজির সাহায্যে লিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পাওয়ার পরও অর্থাভাবে ভর্তির আশংকায় থাকা সেই মিনারার ভর্তি সম্পন্ন হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাউফুল আজম খান।

এইদিকে ভর্তি আশংকায় থাকা মিনারার বিষয়টি গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শওকাত আলীর দৃষ্টিগোচরে আসলে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ব্যবস্থা নেন।তিনি বলেন, বিষয়টি আমি গতকাল জানার পরপর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ব্যবস্থা করতে বলি। আজ তার (মিনারা) ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, জন্ম থেকেই দুই হাতে কোনো আঙুল নেই মিনারার। তবুও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে হাতের কবজির সাহায্যে লিখতে তিনি। মিনারা খাতুন কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল দক্ষিণ বাঁধ এলাকার দিনমজুর মো. রফিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের মেয়ে। দুই বোনের মধ্যে মিনারা ছোট।

জীবন যুদ্ধে হারতে নারাজ মিনারা। দুই হাতের আঙুল না থাকলেও, কবজির সাহায্যে লিখেই তিনি একে একে পিইসি, জেডিসি ও দাখিল পরীক্ষায় পাস করেন। পরে কারমাইকেল কলেজে এইচএসসিতে ভর্তি হন। গত ২০২২ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে হিসাববিজ্ঞানে অনার্সে ভর্তি হন। এবার দ্বিতীয় বার পরীক্ষায় দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পান মিনারা।

মায়ের মৃত্যুর পর সাতবার নদীতে বাড়িভাঙনের শিকার বাবা রফিকুল ইসলাম মিনারার খালাকে বিয়ে করেন। শারীরিকভাবে মিনারা স্বাভাবিক থাকলেও তার দুহাতে কোনো আঙুল নেই। দুই হাতের কবজির সাহায্যে কলম ধরে তিনি এখন পর্যন্ত পড়ালেখা চালিয়ে আসছেন।

বাবা রফিকুল ইসলাম দিনমজুর। অভাবের সংসার তার। নুন আনতে পানতা ফুরায়। নদী ভেঙে পাউবো বাঁধে আশ্রয় নিয়েছিলেন তিনি। হঠাৎ পাউবো বাঁধে আশ্রিতদের বাড়ি ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। পরের জায়গায় আশ্রয় নিয়ে কোনো রকমে পরিবার নিয়ে দিনাতিপাত তার।

মন্তব্য করুন


 

Link copied