আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

অব্যবস্থাপনায় ভরা রংপুর ক্রিকেট গার্ডেন ,হারাচ্ছে প্রতিভা

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, বিকাল ০৭:৩৪

Advertisement Advertisement

ফারহানা ইয়াসমিন: রংপুর ক্রিকেট গার্ডেন আজ চরম অব্যবস্থাপনা ও সুযোগ সুবিধার সংকটে জর্জরিত। ফলে এখানকার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না। থমকে যাচ্ছে তাদের ক্রিকেটের পথ চলা। 

দেশের উত্তরাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় ক্রিয়া কেন্দ্র রংপুর ক্রিকেট গার্ডেন। ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মাঠটি অবহেলায় পড়েছিল কিন্তু ২০১২ সালের রংপুর বিভাগ ক্রিকেট দল পূর্ণ গঠিত হলে এই মাঠটি কে হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহারের জন্য সংস্কার করা হয়। ২০১২ সাল থেকে রংপুর বিভাগ ক্রিকেট দল এখানে ৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ ও একই সময় আরও ৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু থেকে, বার্ষিক জাতীয় অনূর্ধ্ব -১৮ চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল।

বর্তমানে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়। মাঠের আউটফিল্ড, পর্যাপ্ত ঘাসের অভাব, নেই আধুনিক পিচ, নেট বা ইনডোর প্রাকটিস সুবিধা নেই, ড্রেনেজ ও আলো ব্যবস্থার অভাবের মত বিভিন্ন সমস্যায় জর্জরিত এ মাঠটি।

সম্প্রতি রংপুর সফরে এসে মাঠটি পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন ,"রংপুর সব সময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত "।তিনি আরো বলেন ,"গত ২১ বছরে মাত্র ৩-৪ বার লীগ আয়োজন হয়েছে যে অত্যন্ত দুঃখজনক "।তিনি রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও একাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

রংপুর ক্রিকেট গার্ডেনের সাবেক ক্রিকেটার মাজহারুল ইসলাম যিনি বর্তমানে ঢাকা প্রথম শ্রেণীর লিগ খেলেন তিনি বলেন,"রংপুর ক্রিকেট গার্ডেন মাঠটি অনেক পুরনো। প্রতিদিন অনেক ছেলেমেয়ে এখানে প্র্যাকটিস করে ।কিন্তু তারা উন্নত মানের কোন সুযোগ-সুবিধা পায় না। সেখানে নেই ভালো কোন পিচ, ভালো উইকেট নেই, ইনডোর ব্যবস্থা নেই ,কোন ড্রেসিংরুম নেই, সেখানে দক্ষ কোচের অভাব। সর্বোপরি ওই মাঠটি চরম অব্যবস্থাপনায় ভরা। তিনি এই মাটি উন্নত করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।"

স্থানীয় একজনের সাথে এ সম্পর্কে কথা বললে তিনি জানান," অনেক বছর ধরে এই মাঠে কোন উল্লেখযোগ্য লীগ হতে দেখতেছি না, এখানে তো খেলার পরিবেশই নাই।"তিনি বিসিবির কাছে আবেদন করেন যেন তাড়াতাড়ি মাটি ঠিক করেন এবং এখানে খেলার আয়োজন করে। 

বীরত্বে গাঁথা রংপুর বিভাগটি বরাবরই সবকিছুতে অবহেলার স্বীকার।রংপুর ক্রিকেট গার্ডেন ও চরম অব্যবস্থাপনা ও অবহেলার স্বীকার। রংপুরের ক্রিকেটপ্রেমী মানুষদের চাওয়া ,রংপুরে উন্নতমানের একাডেমী ,মাঠ ও লীগের আয়োজন করা হোক।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন


Link copied