আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

আগামীকাল রংপুরে যাবেন বিসিবি সভাপতি, যেসব দাবি জানালেন সাবেক ক্রিকেটার

শুক্রবার, ২৭ জুন ২০২৫, রাত ১০:৩৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনের অংশ হিসেবে আগামীকাল রংপুরে যাবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা। এই আয়োজন সামনে রেখে রংপুরে বিভাগীয় পর্যায়ের ক্রিকেটের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।

যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক এই জাতীয় ক্রিকেটার বলেন, 'শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন, বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।'

রংপুর বিভাগ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে সার্ভিস দিয়েছেন। তাদের কথা স্বরণ করিয়ে দিয়ে শুভ বলেন, 'দেশের অনেক নামকরা খেলোয়াড় উপহার দিয়েছে রংপুর। নাইম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, ধীমান ঘোষ, লিটন কুমার দাস, রিশাদ হোসাইন, আকবর হোসেন। এখনও অনেক খেলোয়ার পাইপ লাইনে আছে যারা আগামীতে দেশকে রিপ্রেজেন্ট করবে।'

'বুলবুল ভাই, আকরাম ভাই, নান্নু ভাই এক সময় রংপুর ক্রিকেটে গার্ডেন ভেন্যুতে ফার্স্টক্লাস ক্রিকেট খেলেছিলেন।  সেই সময় ক্রিকেট গার্ডেন ছিল দেশের সেরা ভেন্যু। অথচ দুই দশক আগের এক নম্বর ভেন্যু এখন একদমই খেলার অনুপযোগী। গত ১৫ বছর ক্রিকেট গার্ডেনের সংস্কার হয়নি। বিগত দিনের বোর্ড প্রেসিডেন্টরা রংপুরে আন্তর্জাতিক মানের মাঠ তৈরীর জন্য প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেননি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অবহেলিত রংপুরকে এক নম্বর জেলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১০ মাসে সেই প্রতিশ্রুতির ছিটে ফোটাও দেখা যায়নি।'

'আমাদের দাবির প্রেক্ষিতে ক্রিকেট গার্ডেন থাকা বস্তি উচ্ছেদ হয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম সেখানে প্রতিদিন ক্রিকেট খেলোয়াড়রা অনুশীলন করবে। কিন্তু কিছু মেলা ব্যবসায়ী জেলা প্রশাসনকে ম্যানেজ করে ছয় মাস পরপর সেখানে মেলা আয়োজন করে। মেলা থেকে আসা টাকা মাঠ ও ক্রিকেটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও সেই টাকার কোন হদিস নেই। এ ছাড়া রংপুরে নিয়মিত লিগ হওয়ার কথা ছিল, সেখানে মানুষ ঠাট্টা করে বলে রংপুরে ওয়ার্ল্ডকাপ হয় ৫ বছর পরপর।'

মন্তব্য করুন


Link copied