আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’ । প্রথমবার আইটেম গানে তনামি

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, রাত ১১:০৮

Advertisement Advertisement

বিনোদন প্রতিবেদক:

আগামীকাল শুক্রবার (১০ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন জুটি আদর আজাদ ও নবাগত সায়মা স্মৃতির প্রথম ছবি ‘যন্ত্রণা’। এর আগে ২৭ অক্টোবর মুক্তির কথা থাকলেও ‘মুজিব একটি একটি জাতির রূপকার’ ছবির কারণে পিছিয়ে যায়৷ অবশেষে ১০ নভেম্বর ত্রিভুজ প্রেমের গল্পের ‘যন্ত্রণা’ আসছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘যন্ত্রণা’ পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি।

এছাড়া এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন এ প্রজন্মের তরুণ অভিনেত্রী তনামি হক।

এ প্রসঙ্গে তনামি বলেন, সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। সে গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’র গল্পটি ভালো। আশা করছি, সিনেমাটি সবার পছন্দ হবে।

এদিকে তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত  ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

এদিকে ছবির নায়ক আদর আজাদ লোকাল, তালাশ ছবির মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি বলেন, ভালোবাসার গল্পে যন্ত্রণা নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক পছন্দ করবেন।

‘যন্ত্রণা’ দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন সায়মা স্মৃতি। এর আগে তিনি একাধিক টিভিসিতে কাজ করেন। সায়মা স্মৃতি বলেন, প্রথম সিনেমা মুক্তিতে কিছু নার্ভাস অনুভব হচ্ছে। তবে আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। আমার বিশ্বাস, দর্শক আমাকে গ্রহণ করবেন।

আদর-সায়মা স্মৃতি ছাড়াও অভিনয় করেছেন মানসী প্রকৃতি। ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে।

এছাড়াও ছবিতে আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

এ ছবিতে চারটি গান আছে। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। প্লেব্যাক করেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেন ইমন সাহা।

মন্তব্য করুন


Link copied