লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের আদিতমারী উপজেলায় উচু ভবন থেকে পড়ে রনজিৎ কুমার(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের স্টোর পাড়া এলাকার আবুল কাশেম হিমাগারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিক রনজিৎ কুমার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি তেতুলিয়া গ্রামের অভিনাথ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের স্টোরপাড়া এলাকার আবুল কাশেম হিমাগারের একটি উচু ভবন নির্মান কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন রনজিৎ বুমার রায়। কাজ করা অবস্থায় হঠাৎ উচু ভবন থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।