আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

আমাদের আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না: রংপুরে চরমোনাই পীর

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, রাত ০৯:৫৬

Advertisement

নিজস্ব প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‌‘ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।’

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

চরমোনাই পীর বলেন, ‘রংপুরের মানুষ বিগত সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে ব্যাপক সমর্থন দিয়ে সম্মানিত করে প্রমাণ করেছেন, রংপুরের মাটি ইসলামের ঘাঁটি। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। স্বার্থান্বেষীরা বিগত ৫৩ বছর ক্ষমতায় যাওয়ার জন্য আলেম ওলামা ও ইসলামী দলকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে এদেশে ইসলামকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেয়নি। অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কল্যাণ বা ভাগ্যের পরিবর্তনের চেয়ে নিজেদের কল্যাণে কাজ করেছে। হাজার হাজার মায়ের কোল খালি করেছে। দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।’ 

বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রীর কথায় কষ্ট পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত এদেশ স্বাধীন করেনি বরং লাখ লাখ শহীদের জীবন ও বীরত্বে এদেশ স্বাধীন হয়েছে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায়ন করতে হবে।’

ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

মন্তব্য করুন


Link copied