ডেস্ক: রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন আরজেডএস এসোসিয়েশন অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল এবং নবীন বরণ ও প্রবীন ছাত্রদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪ ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই বছর বের হয়েছে তাদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত প্রাক্তন দুজন আরজেডেসিয়ান প্রফেসর ড. মিজানুর রহমান ও এসোসিয়েট প্রফেসর জনাব মোঃ মাসুদ-উল-হাসান কে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইফতার মাহফিলের শেষে এসোসিয়েশনের ২০২২ কমিটির বিদায়ী সভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক সিএসই বিভাগের শিক্ষার্থী হিরন্ময় রায় কে ফুল দিয়ে বিদায় জানানো হয় এবং আরজেডএস এসোসিয়েশন অফ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ২০২৩ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ইইই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী গোলাম তৌসিফ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ৫০ জন ছাত্র (যারা প্রাক্তন রংপুর জিলা স্কুলের ছাত্র) উপস্থিত ছিলেন।
এছাড়াও এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের এসোসিয়েট প্রফেসর জনাব মোঃ মাসুদ-উল-হাসান উপস্থিত ছিলেন।
ছাত্র উপদেষ্টাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও এর শিক্ষক হিমু ও বিএএফ শাহীন কলেজের শিক্ষক মুনেম উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের স্বনামধন্য ল্যাপরোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা: জাবেদ আখতার, রংপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও বিশিষ্ট সংস্কৃতি কর্মী জনাব স্বাত্বিক শাহ্ আল মারুফ, আপডেট ডায়াগনস্টিক এর ব্যাবস্থাপনা পরিচালক ও স্বনামধন্য আল্ট্রাসনোলজিস্ট ডা: নুরুল হাসান বাবু এবং কবি ও ব্যবসায়ী হামীম আবদুল্লাহ। উল্লেখ্য আমন্ত্রিত অতিথি সকলেই রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র।
অনুষ্ঠানের ক্রেস্ট স্পন্সর ছিল হামীম আবদুল্লাহ এর রংপুর স্টীল।