আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

ইসরায়েলের আয়রন ডোম ভেঙে চুরমার করে দিল ইরানের ক্ষেপণাস্ত্র

শনিবার, ১৪ জুন ২০২৫, দুপুর ০৪:৫৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গত ২৪ ঘণ্টায় আরও গুরুতর হয়েছে এই যুদ্ধ পরিস্থিতি৷ গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং শীর্ষস্থানীয় সামরিক নেতাদের লক্ষ্য করে ফাইটার জেট অ্যাটাক করেছিল ইসরায়েল৷ তেল আবিব তাদের এই মিশনের নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন৷’ 

ইসরায়েলি আক্রমণে ইরান প্রশাসনের ৬ পরমাণু বিজ্ঞানী ছাড়াও মৃত্যু হয়েছে সর্বোচ্চ সামরিক পদাধিকারী মেজর জেনারেল হোসেন সালামিসহ সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ বাঘেরি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান আলি শামখানির৷ শনিবার ভোরে সেই ইজরায়েলি হামলারই প্রতিশোধ নিল ইরান৷ 

শনিবার ভোরে ইসরায়েলের বহু চর্চিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে চুরমার করে দিয়ে সরাসরি তেল আবিবে আছড়ে পড়েছে ইরানের মিসাইল৷ বিস্ফোরণ-আগুনে ছারখার ইসরায়েলের রাজধানী৷

ভয়াবহ সাইরেনের আওয়াজে মধ্যরাতে ঘুম ভাঙে তেল আবিবের মানুষের৷ হুড়মুড়িয়ে রেসকিউ সেন্টারে ঢুকতে শুরু করেন বহু নাগরিক৷ কিন্তু, যে আয়রন ডোম নিয়ে ইসরায়েলের গর্বের শেষ ছিল না, সেই ডোম অতন্ত্র প্রহরাকেই ভেঙে গুঁড়িয়ে দিয়ে তেল আবিবে থাকা ইসরায়েলি সেনার হেডকোয়ার্টাসের কাছে পর পর আছড়ে পড়ল ব্যালিস্টিক মিসাইল৷ শুধু আয়রন ডোমই নয়, মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে ডেভিডের স্লিং-এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমও৷ 

দু’দফায় এই মিসাইল হামলা চালায় ইরান৷ তেল আবিবের একটা বৃহত্তর অংশে তো বটেই ইসরায়েলি সেনার হেডকোয়ার্টার্সসহ একাধিক মিলিটারি ফেসিলিটিকে টার্গেট করে হামলা চালানো হয়েছে এদিন৷ 

শুধুমাত্র তেল আভিভেই নয়, এয়ার রেড সাইরেন শোনা গিয়েছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমেও। সেখানেও হামলা চালিয়েছে ইরান৷ হামলায় কমপক্ষে ১ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল প্রশাসন৷ আহত অন্তত ৪১৷ 

অন্যদিকে, ইরানের তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷ 

এর আগে, ইরানের নিউক্লিয়ার সাইটে প্রায় ইসরায়েলের ২০০ ফাইটার জেটের হামলায় ৭৮ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে, আহত ৩২০ -রও বেশি৷ 

শুক্রবারের হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ভয়ঙ্কর হামলার ফল ভুগতে হবে ইসরায়েলকে৷  সেই জবাবই এল শনিবার৷ 

মন্তব্য করুন


Link copied