আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

মানচিত্রে বড় পরিবর্তন আসবে?
আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা
‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত মারুফার

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, রাত ১০:৪৭

Advertisement

অনলাইন ডেস্ক:  নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে অল্পেই থেমেছে টাইগ্রেসরা। রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারিয়েছে ক্যারিবিয়রা।

শারজাহতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে এক উইকেটে ৫৫ রান সংগ্রহ করেছে উইন্ডিজ।

রান তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন হেইলি ম্যাথিউজ ও স্টেফানি টেইলর। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন তারা। দলীয় অর্ধশতক পূরণের পরই আউট হন ম্যাথিউজ। ব্যক্তিগত ৩৪ রানে মারুফার বলে বোল্ড হন তিনি।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনারের কেউই। পাওয়ার প্লে-র মাঝেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার ও সাথী রাণী। এর আগে করেন যথাক্রমে ১৯ ও ৯ রান।

তৃতীয় উইকেটে ৪০ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে সোবহানা আউট হওয়ার পর থেকে আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। যদিও একপ্রান্ত আগলে লড়াই করছিলেন জ্যোতি।

শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। ঋতু মনি করেন ১০ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইন্ডিজের হয়ে কারিশমা রামহরক চারটি, আফি ফ্লেচার দুটি ও হেইলি ম্যাথিউজ একটি করে উইকেট নেন।

উত্তর বাংলা/ স.ম 

মন্তব্য করুন


Link copied