আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উপদেষ্টা হওয়ার পর কতটা বদলে গেছেন ফারুকী, জানালেন তিশা

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:২৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  রাত পোহালেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’। 

সিনেমা মুক্তি উপলক্ষ্যে বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার। যেখানে নির্মাতা ফারুকীসহ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিশেষ ব্যক্তিবর্গরা।

এদিন বরাবরের মতোই ফারুকীর পাশে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নির্মাতা ফারুকীর উপদেষ্টা হওয়ার গল্প, নতুন এই পথচলা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, উপদেষ্টা হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে ফারুকীর? জবাবে তিশা বলেন, ‘আগে উনি কখনো অফিস করেননি। এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে। প্রতিদিনই অফিসে সময় দিচ্ছেন। দেখা যাচ্ছে, শুক্রবার-শনিবারও কাজ নিয়ে ব্যস্ত থাকছেন।’

তিশার কথা শেষ হতে না হতেই ফারুকী বললেন, ‘হ্যাঁ আমি অফিস করছি সময়মতো। কিন্তু সেটা নয়টা থেকে পাঁচটা নয়। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত। আমাকে সবসময়ই কাজের মধ্যেই থাকতে হচ্ছে।’

এরপর তিশা বললেন, ‘যে যেই কাজটি ভালোবেসে করে তার অবশ্য কোনো ধরাবাধা সময় থাকে না, ছুটিও থাকে না।’

সবশেষ অভিনেত্রী জানালেন, উপদেষ্টা স্বামী নিয়মিত অফিস করেন, তাই বাসা থেকেই প্রতিদিন খাবার দিয়ে দেন তিনি।

এদিন সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শন করা হয় রাজধানীর মহাখালীতে। সেখানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকীসহ আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তারা সকলে এদিন ছবিটি উপভোগ করেন।

প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ‘৮৪০’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।’

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’

‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে।

মন্তব্য করুন


Link copied