আর্কাইভ  শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫ ● ১২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘে ড. ইউনূস

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘে ড. ইউনূস

চাঁদাবাজিতে সবজি চার গুণ চড়া

চাঁদাবাজিতে সবজি চার গুণ চড়া

ইতিহাস আমাদের ক্ষমা করবে না, গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘে ড. ইউনূস

ইতিহাস আমাদের ক্ষমা করবে না, গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘে ড. ইউনূস

পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হতে জাতিসংঘে ড. ইউনূসের আহ্বান

পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হতে জাতিসংঘে ড. ইউনূসের আহ্বান

এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ‘নর্দান হাফ ম্যারাথন’

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:৩৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উৎসবমুখর পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ‘নর্দান হাফ ম্যারাথন’। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় শহরের রাবেয়া মোড় থেকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতায় বিদেশি ৬ নাগরিক সহ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে আগত নারী,শিশু ও প্রবীণসহ নানা বয়সী এক হাজার দৌড়বিদ অংশ নেন।

সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল হাসান সোহেল’এর উদ্যোগে আন্তর্জাতিক এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসটেনস রেসেস (এআইএমএস) সনদপ্রাপ্ত ২১ দশমিক এক কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতাটি তৃতীয়বারের মতো আয়োজন করে ‘সৈয়দপুর রানারস’ নামের একটি সংগঠন। 

নিয়ম শৃঙ্খলার এক অন্যন্য নজির ছিল এই ম্যারাথন। বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার সূচনা করেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার রেস মার্শাল আমানুল হক আমান। এর আগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক। এছাড়াও এ ইভেন্টে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মীর্জা আরিফ বেগ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ, লৌহমানবের খ্যাতি অর্জনকারী ভাস্কুলার সার্জন অধ্যাপক ডা. এসএমজি সাকলায়েন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, সেনাবাহিনীর সাবেক প্যারাকমান্ডো লৌহমানব খ্যাতি অর্জনকারী ইমতিয়াজ ইলাহি, সৈয়দপুর রানার্সের এডমিন জিল্লুর রহমান, ডা. কামরুল হাসান, মো. কাজিমুল ইসলাম ও মাহাবুবুল ইসলাম পাপনসহ প্রায় এক হাজার দৌড়বিদ।

ঢাকা থেকে আসা অংশগ্রহণকারী মাহমুদ বাপ্পি বলেন, ‘প্রত্যন্ত এলাকায় এমন আন্তর্জাতিক মানের আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি অন্য ম্যারাথনেও অংশ নিয়েছি, তবে এখানকার ব্যবস্থাপনা, ভলান্টিয়ারদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল অসাধারণ এবং মনে রাখার মতো।’

আরেক অংশগ্রহণকারী সাগর বিন হাশেম বলেন, ‘সৈয়দপুর রান আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। স্থানীয় মানুষের ভালোবাসা এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা আমাকে অভিভূত করেছে। এমন আয়োজন অব্যাহত থাকলে প্রতিটি ঘরে ঘরে রানার তৈরি হবে।’

নারী অংশগ্রহণকারী সুমাইয়া পারভীন বলেন, ‘এ ধরনের আয়োজন নিয়মিত হলে আমাদের মতো তরুণীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

আয়োজকরা জানিয়েছেন, দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। ম্যারাথনে নারী শিশু এমনকি বৃদ্ধরাও অংশ নেয়। ম্যারাথনের মূল রুট ছিল সৈয়দপুর শহরের রাবেয়া মোড় থেকে দিনাজপুরের পার্বতীপুরের কৈপুলকী পর্যন্ত এবং সেখান থেকে পুনরায় সৈয়দপুরে ফেরা। মূল প্রতিযোগিতার দূরত্ব ধরা হয় ২১ দশমিক ১ কিলোমিটার। এছাড়া ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার চারটি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই কিলোমিটার অন্তর পাঁচটি পয়েন্টে জুস, কলা, শরবত, খেজুর, কেক ও কোমল পানীয় ব্যবস্থা রাখা হয়। শিক্ষার পরিবেশে ম্যারাথন আয়োজন এর লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ৪০০ স্বেচ্ছাসেবী কাজ করেছে। সেই সাথে নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে বলে জানান সৈয়দপুর রানারের অ্যাডমিন ও রেস ডিরেক্টর ডা. কামরুল হাসান সোহেল । তিনি বলেন, ‘আমরা চাই এই আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি সামাজিক উৎসবে পরিণত হোক। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।’ 

মন্তব্য করুন


Link copied