আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫ ● ৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থান করা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

“ হাসিনা নেই, ইলিশও কম ”
ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

এবার ডোমার ইউএনও সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, রাত ০৯:৩৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ৮ দিনের মাথায় এবার নীলফামারীর ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি নম্বর কোন করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান নবাগত ইউএনও নাজমুল আলম। এর আগে গত ১২ জুলাই সৈয়দপুর উপজেলা ইউএনও ফয়সাল রায়হানের সরকারি নম্বর কোন করা হয়েছিল। 
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ‘উপজেলা প্রশাসন ডোমার’ ফেসবুক আইডি থেকে কোনের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দেন ইউএনও। সেখানে তিনি সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার(২০ জুলাই) একটি প্রতারক চক্র ডোমার উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বরের মত হুবহু নম্বর (শুধু কান্ট্রি কোড আলাদা) থেকে বিভিন্ন মহলে কল দিয়ে অর্থ দাবি করেছে। বিষয়টি জানতে পেরে তারা তাৎক্ষনিক ইউএনওকে অবগত করেন। 
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, আজ (বৃহস্পতিবার) বিকালের দিকে বিভিন্ন ব্যবসায়ীরা আমার কাছে এসে জানান তাদের কাছে বিভিন্ন কাজের সহযোগীতার কথা বলে টাকা দাবি করে। পরে নম্বরটি যাচাই করে দেখা যায় উপজেলা প্রশাসনের সরকারি নম্বর এটি। শুধু প্রথমের তিনটি ডিজিট নম্বর (কান্ট্রি কোড) আলাদা। আমি ডোমার থানায় সাধারণ ডায়েরি করেছি।  
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সঙ্গে কারা সিমটি কোন করেছে তাদের চিহ্নিত করতে পুলিশের আইটি বিভাগ কাজ শুরু করেছে। 

মন্তব্য করুন


Link copied