স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে সংসদ নির্বাচন করতে পদত্যাগ করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। উপজেলাটিতে তিনি দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মোখছেদুল মোমিন বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থীতার মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আগামীকাল বৃহস্পতিবার জমা করবো। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও আমার বিজয় নিশ্চিত করে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে চাই।