আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

কুড়িগ্রামে ভিজিএফ’র বিপুল পরিমাণ চাল উদ্ধার

শনিবার, ২২ মার্চ ২০২৫, রাত ০৮:১০

Advertisement

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদের ইমামের পরিচালিত একটি মক্তবের অফিস কক্ষ থেকে বিপুল পরিমানের ভিজিএফ’র চাল উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃত চালের পরিমান ৩ হাজার ৮শ কেজি। চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

শনিবার দুপুরে স্থানীয় জনতা এ চাল আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য  ইউনিয়নটিতে ৪৭ দশমিক ২৬ মেট্টিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ভিজিএফ’র এসব চাল অতি দরিদ্র ও অসহায়দের মাঝে  ১০কেজি হারে বিতরণ করবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযোগ রয়েছে চেয়ারম্যান মেম্বররা এসব চালের অধিকাংশ কার্ড সুবিধাভোগিদের না দিয়ে পাইকার এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন। স্থানীয়রা আরোও জানান, সুবিধাভোগিদের নামে কার্ড না দিয়ে ফাঁকা কার্ড দিয়েছেন যাতে যে কেউ এসে চাল তুলে নিতে পারে। ফলে ব্যবসায়ীরা তাদের লোক দিয়ে চাল তুলে নেয়। এরই প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল হোসেন প্রচুর কার্ড কিনে তার বিপরিতে চাল উত্তোলন করে বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিসে রেখে দেন। স্থানীয়রা টের পেয়ে তা আটক করে প্রশাসনকে খবর দেয়।

কালিগঞ্জ ইউনিয়নের চেয়াম্যান রিয়াজুল ইসলাম কার্ড বা চাল বিক্রি করার কথা অস্বীকার করে জানান, কিছু কার্ড নাম ছাড়া ফাঁকা বিতরণ করা হয়েছে এটা সত্য তবে তা সাধারণ মানুষ পেয়েছেন। রাজনৈতিক ভাবে আমি কোন নেতাকে কার্ড দেই নাই।ভিজিএফ’র সুবিধাভোগীরাই চাল বিক্রি করে থাকতে পারেন। স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সম্পাদক সেসব চাল কিনেছেন। আমার এখানে কোন দায় নেই।

সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানান, সমস্ত চাল উদ্ধার ও জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে তিন চারজনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তাদের নামে নিয়মিত মামলা দায়ের হবে। তদন্তের সার্থে আপাদত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

মন্তব্য করুন


Link copied