আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
যে ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী

যে ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

পরিদর্শক তদন্তের মন্তব্য ‘
পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

কয়েকজন যুবকের প্রচেষ্টায় বন্যার পানিতে ভেসে আসা শিয়ালটি প্রাণ পেল

রবিবার, ৭ জুলাই ২০২৪, বিকাল ০৬:৫১

Advertisement

বিশেষ প্রতিনিধি
এক শিয়ালকে নতুন করে জীবন দিয়েছেন একদল যুবক। ওই যুবকদের মায়ায় শিয়ালটি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। পেয়েছে নতুন প্রাণ। 
অবিরাম বর্ষন আর বন্যা চলছে। চারিদিকে অথৈই পানি। ঘরবাড়ি তলিয়ে আছে। এ অবস্থায় ব্রহ্মপুত্রের স্রোতে ডুবন্ত ওই শিয়াল দেখে মায়া হয়েছিল কয়েকজন যুবকের। সেই মায়া থেকেই শিয়ালটিকে উদ্ধার করেন তারা। উদ্ধার শেষে প্রাণীটিকে সুস্থ করে তোলেন ওই যুবকরা। নিয়মিত খাওয়াও দিচ্ছে। কিন্তু বেঁধে রাখার কারনে শেয়ালটি ক্ষিপ্ত হয়ে উঠছে। কিন্তু বন্যার পানি সাথে বিস্তীর্ণ চরে বন-জঙ্গলের কোনো অস্তিত্ব নেই। চারপাশে অথৈই বানের পানি । এমন পরিস্থিতিতে শিয়ালটিকে ঠিক কোথায় ছাড়া হবে, তা নিয়ে বিপাকে পড়েছেন চরের বাসিন্দারা।
ব্রহ্মপুত্রের পোড়ার চর। কুড়িগ্রাম সদরের পোড়ার চরের বাসিন্দারা বলছেন, শিয়ালটিকে উদ্ধারের ঘটনা ঘটে  বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে। শুরুর দিকে এটি বেশ শান্ত ছিল। কিন্তু যতœআত্তির পর খানিকটা তাজা হয়ে উঠেই এটি 'পাগলাটে' আচরণ শুরু করেছে।
চরের যুবক জহুরুল ইসলাম বলেন, 'আমরা শিয়ালটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। নিয়মিত খাওয়াও দিচ্ছি। এটিকে ছেড়েও দিতে পারছি না।' আকমল হোসেনের  আশঙ্কা, এখন শিয়ালটিকে ছেড়ে দিলে সেটা মানুষের ধাওয়া খেয়ে আবার পানিতে গিয়ে পড়তে পারে। এমনকি মারাও যেতে পারে।
 চরের সহিদুল ইসলাম বললেন, কষ্ট করে নদী থেকে তুলে এনে শিয়ালটি জীবন বাঁচিয়েছি।  শিয়ালটিকে নৌকায় করে মূল ভ‚খন্ডে নিয়ে নিরাপদ কোথাও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। তেমন জায়গা না পেলে প্রাণীটিকে তারা বন বিভাগের কাছে হস্তান্তর করবেন বলে জানান।

মন্তব্য করুন


Link copied