আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে বিশ্বে: ড. ইউনূস

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে বিশ্বে: ড. ইউনূস

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

পুলিশের বর্বরতার ভিডিও দেখে ট্রাইব্যুনালে সবার চোখ টলমল!

কলেজছাত্র হৃদয় খুন
পুলিশের বর্বরতার ভিডিও দেখে ট্রাইব্যুনালে সবার চোখ টলমল!

হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা, নিয়ম না মানলে ব্যবস্থা

হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা, নিয়ম না মানলে ব্যবস্থা

গাইবান্ধার ৩টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র জয়ী

সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, রাত ১২:০৪

Advertisement

গাইবান্ধা: গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের তিনটিতে আওয়ামীলীগ, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে আসন সমঝোতায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসন। এ দুটি আসনই স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) জয়ী হয়েছে। অন্যদিকে গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪ ও গাইবান্ধা-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) আব্দুল্লা নাহিদ নীগার ঢেঁকি প্রতীকের ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ হজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) শাহ্ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) মফিজুল হক সরকার ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) মনোয়ার হোসেন চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।

গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

মন্তব্য করুন


Link copied