আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় রংপুরের ২ জন নিহত

শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, রাত ১০:৪৬

Advertisement

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাজিদ মিয়া (১৮) ও জুয়েল (১৯)। তাদের বাড়ি রংপুর জেলায়। তারা দুজন বন্ধু বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান। 

পুলিশ জানায়, সাজিদ ও জুয়েল বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে উপজেলার ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় হান্নানের মোড় এলাকায় পৌঁছলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার এসআই সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। 

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এলেই হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন


Link copied