গাইবান্ধা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২(সদর) আসনে কর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর। পাশাপাশি জাসদের মশাল মার্কা নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন গোলাম মারুফ মনা ও এনপিপির জিয়া জামান খান (আম)। এছাড়াও রয়েছে স্বতন্ত্র প্রার্থী মাসুমা আখতার (ঈগল)। তবে তিনি মাঠে নেই। তিনি তার স্বামী শাহ সারোয়ার কবীরের পক্ষে মাঠে কাজ করছেন। শাহ সারোয়ার কবীর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদ্য পদত্যাগকারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সরেজমিনে জানা যায়, মূলত আব্দুর রশীদ সরকার ও শাহ সারোয়ার কবীরের মধ্যে তুমুল লড়াই হবে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই দুই প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আব্দুর রশীদ সরকার গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপিতে গিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এনিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তবে জাতীয় পার্টির আব্দুর রশীদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের বর্তমান এমপি মাহাবুব আরা বেগম গিনি প্রার্থিতা প্রত্যাহার করায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন আব্দুর রশিদ সরকার (জাপা), শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র), জিয়া জামান খান (এনপিপি), মাসুমা আখতার (স্বতন্ত্র) ও গোলাম মারুফ মনা (জাসদ)।
উল্লেখ্য, গাইবান্ধা-২ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ, ৮১ হাজার, ৯শ ৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ২শ ১৩ জন ও মহিলা ১ লাখ ৯৪ হাজার ৭শ ৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।