আর্কাইভ  মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫ ● ২৯ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত

জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত

সোনার পর নতুন রেকর্ড গড়ল রুপার বাজার

সোনার পর নতুন রেকর্ড গড়ল রুপার বাজার

ফুটবল খেলাকে কেন্দ্র করে বেরোবি শিক্ষার্থীদের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বেরোবি শিক্ষার্থীদের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ১

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, রাত ০৯:০৮

Advertisement

নিউজ ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলে যাচ্ছেন গাজা থেকে জিম্মিদের মুক্তির তদারকি করতে।

এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি অটুট থাকবে। গাজায় দ্রুতই একটি শান্তি বোর্ড গঠিত হবে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। 

চুক্তি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে।
প্রথম পর্যায়ের এই শান্তি চুক্তিতে গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মৃতদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজার ১৭০০ জনকে। পাশাপাশি মানবিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।

ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জীবিত জিম্মিদের নিরাপদে ইসরায়েলে ফেরার পরই বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই যুদ্ধবিরতি টিকে থাকবে। সবাই খুশি এবং আমি মনে করি এটা এমনই থাকবে। শনিবার তেল আবিবে শত-সহস্র মানুষ সমবেত হয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। সেই ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় নিহত হয় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু। 

ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পর তিনি সোমবার ইসরায়েল পৌঁছে নেসেটে (পার্লামেন্ট) ভাষণ দেবেন। এরপর তিনি যাবেন মিশরের শার্ম আল শেখে, যেখানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন


Link copied