আর্কাইভ  শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ● ১৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫

ঘোড়াঘাটে ঋণ পরিশোধে  ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:৩৪

Advertisement

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত ফিরোজ পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

পরিবার জানায়, দীর্ঘদিন থেকে ঋণগ্রস্থ ছিলেন ফিরোজ। সেই স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এ সব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় সে। জমি থেকে গরুর ঘাস কেটে নিয়ে এসে তার মা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষনা করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, সকাল ১০ টায় আমাদের হাসপাতালে ফিরোজকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর  (ইউডি) মামলা করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied