আর্কাইভ  সোমবার ● ১৭ জুন ২০২৪ ● ৩ আষাঢ় ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ১৭ জুন ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ৩ লাখ মুসল্লি’র সমাগমে অন্যতম সর্ববৃহৎ ঈদ জামাত       মিয়ানমার ইস্যুতে সরকার কথা বলতেও ভয় পাচ্ছে: মির্জা ফখরুল       বাজারে আসছে হাঁড়িভাঙা আম, ২৫০ কোটি টাকা বিক্রির প্রত্যাশা       রংপুরে ইউসেপের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি       দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ইদের জামাত উপলক্ষ্যে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা      

 width=
 

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

শুক্রবার, ২৪ মে ২০২৪, বিকাল ০৬:৩২

মমিনুল ইসলাম রিপন: গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।প্রতারক শাহারুল ইসলাম (৩৮) নামের চাকরিচ্যুত  বিজিবি সদস্য। শুক্রবার (২৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,গত ২০০৫ সালের ৩ মে ল্যান্স নায়েক পদে বিজিবিতে যোগদান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহারুল ইসলাম।বিজিবিতে কর্মরত থাকাকালীন বেসামরিক ব্যক্তিদের যোগসাজশে বিভিন্ন জেলার প্রার্থীদের বিজিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণা শুরু করে।চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২০ সালের ২৭ অক্টোবর ছয় মাসের বেসামরিক জেল সহ চাকরিচ্যুত হয় প্রতারক শাহারুল।এর পর থেকেই বিভিন্ন শ্রেণি পেশার দালালদের মাধ্যমে বেসামরিক বিভিন্ন মিডিয়া তৈরি করে সাধারণ চাকরি প্রার্থীকে প্রলুব্ধ করার জন্য নিজেকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেকে পরিচয় জাহিরের জন্য বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া আইডি কার্ড ব্যবহার করতো। এ ভুয়া পরিচয়ের আড়ালে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য সংস্থায় অবৈধভাবে চাকরির কথা বলে সাধারণ জনসাধারণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো।র‌্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল শাহারুল ইসলামের প্রতারণার বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে পলাশবাড়ীতে অভিযান চালিয়ে চাকরিচ্যুত ল্যান্স নায়েক শাহারুল ইসলামকে গ্রেপ্তার করে।তার কাছ থেকে প্রতারণার কৌশল হিসেবে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের আইডি কার্ড, বিভিন্ন পরীক্ষার নিয়োগপত্র, খালি স্ট্যাম্প এবং বিভিন্ন ব্যাংকের ব্ল্যাংক চেক জব্দ করে।

র‌্যাব -১৩‘র কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুল ইসলাম চাকরিতে থাকা অবস্থা থেকেই তিনি এ ধরনের প্রতারণা মূলক কাজের সঙ্গে জড়িতএবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজিবি থেকে চাকরিচ্যুত হন বলে স্বীকার করেছে। তার সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied