রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) বর্বরোচিত হামলাসহ সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান ।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের ফুটপাতে তিনি এই অনশন শুরু করেন। চলবে বেলা ৫ টা পর্যন্ত।
অনসনের কারণ সম্পর্কে জানতে চাইলে ফরিদ উদ্দিন খান বলেন, সারা দেশে ডাক্তারদের যে অবহেলা এবং সাধারন মানুষের সেবার প্রাপ্তির অনিশ্চয়তা দিন দিন চরম আকার ধারণ করেছে। কিছু কিছু হাসপাতালে এখন দেখা যাচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের হাতে মার খাচ্ছে রোগীরা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়। এর বিরুদ্ধে কথা বলতে গেলে তার সহপাঠারা হামলার শিকার হয়। চিকিৎসা ক্ষেত্রে এইটা একটা নগ্নতার পরিচয়। আমাদের সবার উচিৎ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এর প্রতিবাদেই আজ আমি অনশনে বসেছি।
তিনি সরকারের কাছে আবেদন করে বলেন, এটার একটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। না হয় আমাদের দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।