স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকা উপজেলায় অগ্নিকান্ডে ১২টি পরিবারের ২৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে উপজেলার কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই হাজিপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও আর্থিক সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১২টি পরিবারের ২৩টি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ রিফাত আল মামুন।
এদিকে, ঘটনার কয়েক ঘন্টা পরেই বিকেল ৩টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় প্রতি পরিবারের মাঝে পাঁচ হাজার করে টাকা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করেন।