স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার জলঢাকা উপজেলায় পাথর বোঝাই ট্রাকে করে ফেনসিডিল পাচারের সময় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। রবিবার(৩০ জুন) রাতে উপজেলার বালাগ্রামের মন্থেরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট পাটগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে মিঠু (২৭) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির (২৫)।
সোমবার(১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জলঢাকা থানার ওসি নজরুল ইসলাম মজুমদার। তিনি জানান, তারা দুইজন পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে লালমনিরহাট থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাক জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়।